বিশেষ সংবাদদাতা, হাংজু থেকে : ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১৭:৩৯:০১
বাংলাদেশ ৪ : ২ উজবেকিস্তান
এশিয়ান গেমসে সিঙ্গাপুরের সঙ্গে আয়েসি জয়ের পর এবার উজবেকিস্তানের বিপক্ষে আরো একটি কাঙ্খিত জয় পেয়েছে বাংলাদেশ দল। এ নিয়ে ৪ ম্যাচে লাল-সবুজের দেশ পর পর টানা দুটি জয় তুলে নিলো।
হাংজু নগরীর গুয়াংশু কানাল পার্ক হকি স্টেডিয়ামে আজ শনিবার ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ৪-২ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি প্রথমার্ধে ২-২ গোলে ড্র ছিল। প্রথম কোয়ার্টার ১-১ ও দ্বিতীয় কোয়ার্টার ২-২ সমতায় শেষ হয়। পরের দুই কোয়ার্টারে একটি করে গোল দেয় বাংলাদেশ।
মাঠে খেলা গড়ানোর মাত্র ১০ মিনিটের মধ্যেই আশরাফুল ইসলাম পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরশাদ হোসেন। পরবর্তীতে ৪২ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে গোল পেলে জয়ের পথে হাঁটতে শুরু করেন লাল-সবুজ পতাকাধারীরা। এরপর ৫২ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্ণার থেকে গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
উজবেকিস্তান অবশ্য প্রথমার্ধ পর্যন্ত সমান তালে লড়ে গেলেও বিরতির পর থেকে তেমন একটা সুবিধা করতে পারেনি। দলের হয়ে ১৭ মিনিটে রুসলান করিমভ ও ২৬ মিনিটে জনিবেক ওবলোকুলভ দুটি গোল পরিশোধ করেন।
এর আগে বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-৭ গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের কাছে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫-২ গোলে পরাজিত হয়। তবে তৃতীয় ম্যাচে ৭-৩ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে জয়ের মুখ দেখে। আজ চতুর্থ ম্যাচে ৪-২ গোলে হারালো উজবেকিস্তানকে। আগামী ২ অক্টোবর ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
উল্লেখ্য গ্রুপ পর্বে এ পর্যন্ত ৪ ম্যাচে বাংলাদেশ ২টি জয় পেয়েছে। বিপক্ষের কাছে ১৭ গোল খেয়ে দিয়েছে ১৫ গোল।
Rent for add