নিজস্ব প্রতিবেদক : ২ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১৯:২৪:৫০
সারওয়ার মোর্শেদ শাওনের হ্যাটট্রিকের উপর ভর করে ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল পঞ্চম হয়েছে। পঞ্চম/ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৭-৬ গোলে ইরানকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। প্রথমার্ধ অবশ্য ৩-৩ গোলে ড্র ছিল।
ওমানের সালালাহ শহরে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াই ম্যাচের শেষ বাশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত বোঝা যাচ্ছিল না কোন দল জয় নিয়ে মাঠ ছাড়বে।
আক্রমণ-পাল্টা আক্রমণে বাংলাদেশ-ইরান ম্যাচটিকে জমজমাট লড়াইয়ে পরিণত করে। ম্যাচে কখনো বাংলাদেশ আবার কখনো ইরান এগিয়ে যাচ্ছিল। তবে শেষ হাসি হেসেছেন লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা।
ইরানের বিপক্ষে বাংলাদেশের সারওয়ার মোর্শেদ শাওন ৩টি এবং শফিউল আলম শিশির, আবেদ উদ্দিন, দ্বীন ইসলাম ইমন ও হোসেন মোহাম্মদ একটি করে গোল করেন। অসাধারণ নৈপুন্যে দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার পান শাওন।
বাংলাদেশ স্কোয়াড
ম্যানেজার : আরিফুল হক প্রিন্স।
কোচ : মো. জাহিদ হোসেন।
পুরুষ দল : অসীম গোপ (অধিনায়ক), মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উদ্দিন।
Rent for add