নিজস্ব প্রতিবেদক : ৩০ মে ২০২৩, মঙ্গলবার, ১৪:৪৩:২৩
এশিয়ান হকির অন্যতম শক্তি ভারতের বিপক্ষে গোলের বন্যায় ভেসেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ থাইল্যান্ড।
ওমানের সালালাহে আজ (২৮) মে রোববার ভারত ১৭-০ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে।
আগামীকাল সোমবার (২৯) মে সোমবার পাকিস্তান ও জাপান এবং ওমান ও মালয়েশিয়া মোকাবেলা করবে।
Rent for add