• ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির পাশে ইন্টারন্যাশনাল চেইন হলিডে ইন

হকি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল চেইন হলিডে ইন।

স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানী এইস ও হলিডে ইনের মধ্যে মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

হকি প্লেয়ারদের বিশ্বমানের সব সুযোগ সুবিধা দিতে প্রস্তুত হলি ডে ইন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হলিডে ইনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার নিবেদিতা আভাস্থি ও ডিরেকটর অফ সেলস ধীরাজ রায়, এইসের সিইও ইশতিয়াক সাদেক, টি স্পোর্টসের জেনারেল ম্যানেজার তাসভিরুল ইসলাম, এইচসিটি হকির হেড অফ মার্কেটিং আহমেদ রাকিব এবং সিওও কাজী সাবির।

Rent for add