নিজস্ব প্রতিবেদক : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ৭:১৯:০৬
ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্টে বাহফে সবুজ দল ও বাহফে লাল দল একে অপরের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার বাহফে লাল দল ও বাহফে সবুজ দল ১-১ গোলে ড্র করে।
সবুজ দলের হয়ে সোনিয়া আকতার ও কনা আকতার গোল করে।
শনিবার বাহফে হলুদ দল বনাম বাহফে নীল দল বিকেল সাড়ে তিনটায় মোকাবেলা করবে।
Rent for add