• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

এশিয়ান গেমসে সরাসরি খেলবে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমস নিয়ে অনেকটাই নির্ভার বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। কারণ এবারের আসরের জন্য বাছাইপর্ব খেলতে হবে না।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়া এশিয়ান গেমস হকির মাসকাটে বাছাইপর্ব খেলতে হয়েছিল। কারণ হিসেবে জানা গেছে, প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অনেক খেলাই সময়মতো হয়নি।

ফলে বাছাইপর্বের আয়োজন বাদ দিয়ে আসন্ন হ্যাংঝু এশিয়ান গেমসের জন্য ইতোমধ্যে সরাসরি খেলোয়াড়দের নাম নিবন্ধন চেয়েছে গেমস আয়োজক কর্তৃপক্ষ।

বাহফেকেও খেলোয়াড়দের নাম দিতে বলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তাছাড়া এশিয়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১১তম স্থানে। এশিয়াডে দুই গ্রুপে ১২টি দল দলের খেলার কথা রয়েছে। সেক্ষেত্রে ধরেই নেয়া যায় র‌্যাঙ্কিং অনুযায়ী সরাসরি হ্যাংঝু এশিয়ান গেমসে খেলছেন লাল সবুজ প্রতিনিধিরা।

বিষয়টি নিশ্চিত করে বাহফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকি বাংলাদেশকে বলেছেন, ‘বর্তমানে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২ নাম্বারে। এছাড়া এবার আর বাছাইপর্ব হওয়ার সম্ভাবনা না থাকায় আমরা সরাসরিই এশিয়ান গেমসে খেলব।’

Rent for add