নিজস্ব প্রতিবেদক : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার, ১২:৫৬:৪৩
জাপানের পর এবার পাকিস্তানের বিপক্ষে আজ রোববার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ।
মওলানা ভাসানী জাতীয় হকি ষ্টেডিয়ামে বিকেল ৫ টায় ম্যাচটি মাঠে গড়াবে।
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মাঠে নামার আগে জিমিরা এ নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।
প্রথম প্রস্তুতি ম্যাচে জাপানের বিপক্ষে ৪-১ গোলে পরাজিত হয়েছিল আশরাফুল ইসলামের দল। চার কোয়ার্টারের মধ্যে তিন কোয়ার্টারে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মূল আসরে মাঠে নামার আগে আজকে প্রস্তুতি ম্যাচে নিজেদের বেশ ভালভাবে ঝালাই করে নেওয়ার সুযোগ। প্রথম প্রস্তুতি ম্যাচে জাপানের বিপক্ষে ৩২ জনের প্রাথমিক দল খেলেছিল। সেখান থেকে ২০ জনের চূড়ান্ত দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে।
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ১৫ ডিসেম্বর ভারত, ১৭ ডিসেম্বর কোরিয়া, ১৮ ডিসেম্বর জাপান ও ১৯ ডিসেম্বর পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করবে।
Rent for add