• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছেন রশিদ-সাঈদ

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে পুনরায় সহসভাপতি পদে আব্দুর রশিদ সিকদার ও সাধারণ সম্পাদক পদে এ কে এম মমিনুল হক সাঈদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন, শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হচ্ছেন দেশ বিদেশে।

দেশবরেণ্য এই দু’ ক্রীড়া সংগঠক ঘরোয়া হকির পাশাপাশি আন্তর্জাতিক হকিতেও অবদান রেখে চলেছেন। তাদের এমন সাফল্য নি:সন্দেহে দেশের হকিকে আরো গতিশীল করে তুলবে।

বর্তমানে এশিয়ান হকি ফেডারেশনে এ কে এম মমিনুল হক সাঈদ সহসভাপতি পদে এবং আব্দুর রশিদ সিকদার কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করছেন। তারা সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে দেশের হকি উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশকে শক্ত অবস্থানে পৌঁছে দেবেন এমনটাই সবার প্রত্যাশা।

ইতোমধ্যে দেশবরেণ্য ক্রীড়া সংগঠক, বিশিষ্ট সমাজ সেবক ও সফল রাজনীতিবিদ আব্দুর রশিদ সিকদার এবং এ কে এম মমিনুল হক সাঈদ দেশের হকির মানোন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত ২৪ মার্চ এশিয়ান হকি ফেডারেশন থেকে ‘অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড’
লাভ করেন। তাদের এ সম্মাননা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি।

বিশেষ করে গত নির্বাচনে তারা ‘বাঁচাও হকি’ শ্লোগানের মধ্য দিয়ে বিজয়ী হয়ে আসার পর থেকে অল্প সময়ের মধ্যে দেশের হকিতে গতিশীল আনার পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও সাফল্য অর্জনে সব রেকর্ড ছাপিয়ে গেছেন।

শুধু তাই নয়, মূলত এই দু’ জনের সাংগঠনিক দক্ষতার উপর ভর করেই এবার হকি ফেডারেশনের নির্বাচনে সমঝোতার ভিত্তিতে একটি ঐক্যমতের চমৎকার কমিটি উপহার পেয়েছেন হকির সঙ্গে সংশ্লিষ্টরা। যারা হকি নিয়ে কাজ করেন, হকিতে এগিয়ে নিতে চান এমন আন্তপ্রাণ সংগঠকরাই এসেছেন এবার। যেখানে কমিটি গঠনে মতভেদ ছিল না। এ কমিটিতে স্থান পেয়েছে জেলা, বিভাগ ও ক্লাব প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে বহু বছর পর একটি ব্যালেন্সড কমিটি পেয়েছে দেশের হকি।

বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে আব্দুর রশিদ সিকদার সহসভাপতি পদে এবং এ কে এম মমিনুল হক সাঈদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্লাব, সংগঠক, সংগঠন, জেলা, বিভাগ, খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। সেই সঙ্গে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞমহল মনে করেন তাদের সাংগঠনিক দক্ষতায় দেশের হকি কাঙ্খিত পথে এগিয়ে যাবে এবং এ খেলাটির প্রচার, প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

Rent for add