মোরসালিন আহমেদ : ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ২:০১:২৫
ঘরোয়া হকির পাশাপাশি আন্তর্জাতিক হকিতেও এখন আলো ছড়াতে শুরু করেছেন আমিরুল ইসলাম। রক্ষণভাগের খেলোয়াড় হয়েও দলের প্রয়োজনে হয়ে উঠছেন আক্রমণভাগের খেলোয়াড়। ১৭ বছরের এ কিশোর ইতোমধ্যে দেশের অন্যতম পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হয়ে উঠছেন। যার ছাপ রেখেছেন ওমানের মাসকাটে সদ্যসমাপ্ত এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে। এ আসরে একাই করেছেন ৯টি গোল। সেসুবাদে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ৫টি, উজবেকিস্তানের বিপক্ষে ৩টি ও হংকংয়ের বিপক্ষে করেছেন ১টি গোল। এরমধ্যে দু’টি হ্যাটট্রিক ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। শুধু কি তাই! ২০১৪ সালের পর এএইচএফ কাপে বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন করানোর পেছনেও তাঁর বড় ভূমিকা ছিল।
ফরিদপুরের ছেলে আমিরুল তাঁর কাকা নূরুল ইসলাম নুরুর অনুপ্রেরণায় মাত্র দশ বছর বয়সে হকির সঙ্গে সখ্য গড়ে তোলেন। এরপর বিকেএসপিতে ভর্তি হয়ে নিজেকে আরো পরিণত করে তোলেন। তিনি বলেন, এবারই প্রথম জাতীয় যুব দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন। এক প্রশ্নে এ উদীয়মান খেলোয়াড় বলেন, যদি হকি খেলোয়াড় না হতাম তাহলে হয়তো ফুটবলার বা ক্রিকেটার হতাম। তবে ছোট্টবেলায় হকি আমাকে বেশি আকৃষ্ট করেছিল হকিতে ফরিদপুরের ঐতিহ্য দেখে। আমিরুল বলেন, ফুটবলে তাঁর প্রিয় দল আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় মেসি।
এ মুহূর্তে দেশের অন্যতম সেরা পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলামকে আমিরুল তাঁর খেলোয়াড়ী জীবনের আদর্শ মেনে তাঁকে অনুসরণ করে খেলার চেষ্টা করেন। এক প্রশ্নে তিনি বলেন, সুযোগ পেলেই আশরাফুল ভাইয়ের কাছ থেকে টিপস নেই, জানার চেষ্টা করি। উনার কাছে অনেক কিছু শিখেছি, এখনো শিখছি। তিনি বলেন, সময় পেলে বিদেশি টুর্নামেন্টের খেলা দেখার চেষ্টা করি। অস্ট্রেলিয়ার গর্ভাসের খেলা তাঁর ভাল লাগে। আমিরুল খেলার বাইরে অবসর মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। শুধু তাই নয়, ছবি তোলাটাও তাঁর অন্যতম শখ। আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের হলুদ রঙ তাঁর প্রিয়।
রক্ষণভাগের এ খেলোয়াড় খেলার মাঠে আমিরুল ইসলাম নামে পরিচিতি পেলেও বন্ধুমহলে তিনি ফাহিম নামেই বেশি পরিচিত। তিনি বলেন, এ মুহূর্তে তাঁর একটাই লক্ষ্য আসন্ন যুব এশিয়া কাপ। যা আগামী মে মাসে ওমানের মাসকাটে শুরু হবে। এ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছুতে পারলে স্বপ্নের যুব বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তাই তো টুর্নামেন্ট শুরু হওয়ার সামনের তিনটি মাস যুব এশিয়া কাপের জন্য নিজেকে পুরোপুরিভাবে তৈরি করতে ভীষণ সিরিয়াস। তিনি বলেন, এএইচএফ কাপের মতো যুব এশিয়া কাপেও গোল পেতে চান, স্বপ্নের যুব বিশ্বকাপে খেলতে চান। তিনি জানান, যথাযথ অনুশীলন, কঠোর পরিশ্রম আর আমরা একটু চেষ্টা করলে যুব বিশ্বকাপেও খেলা সম্ভব।
এক পলকে দেখা…
নাম : আমিরুল ইসলাম
ডাক নাম : ফাহিম
মা : সাবিকুন নাহার বীথি
বাবা : শেখ আবুল বাসার
জন্ম : ২৭.১১.২০০৫
দেশের বাড়ি : ফরিদপুর
ভাই-বোন : দুই ভাই, এক বোন (মেজো)
উচ্চতা : ৫ ফুট ১১ ইঞ্চি
হাতে খড়ি : নূরুল ইসলাম নুরু
খেলা শুরু : ১০ বছর বয়সে
ভ্রমণ : মালয়েশিয়া, ওমান।
খেলোয়াড় জীবনে আদর্শ : আশরাফুল ইসলাম
প্রিয় প্রশিক্ষক : জাহিদ হোসেন রাজু ও শেখ নান্নু
প্রিমিয়ার লিগ দল : মোহামেডান স্পোর্টিং ক্লাব
ফ্রাঞ্চাইজি লিগ দল : সাইফ পাওয়ারটেক খুলনা
ভবিষ্যৎ লক্ষ্য : জাতীয় দল ও বিশ্বকাপে খেলা
সাফল্য : বিকেএসপি কাপ, যুব হকি ও প্রেসিডেন্ট কাপ চ্যাম্পিয়ন
আন্তর্জাতিক সাফল্য : এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ অপরাজিত চ্যাম্পিয়ন।
সৌজন্যে : পাক্ষিক ক্রীড়া জগত
১ ফেব্রুয়ারি ২০২৩
Rent for add