• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আজ খেলা নেই, কাল দুটি ম্যাচ

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র আজ বিরতি দিন। আজ রোববার কোনো খেলা অনুষ্ঠিত হবে না। একদিন বিরতি দিয়ে আগামীকাল সোমবার থেকে ফের খেলা মাঠে গড়াবে।

৩১ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রূপায়ন সিটি কুমিল্লা ও ওয়ালটন ঢাকা এবং রাত সোয়া ৮টায় মেট্রো এক্সপ্রেস বরিশাল ও সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা মোকাবেলা করবে।

উপরোক্ত দুটি ম্যাচই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মাঠ থেকে এ দুটি খেলা টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

তবে গত ২৮ অক্টোবর উদ্বোধনী দিনে একমি চট্টগ্রাম ৩-২ গোলে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনাকে এবং রূপায়ন সিটি কুমিল্লা ৩-২ গোলে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মাকে পরাজিত করে।

এরপর ২৯ অক্টোবর মেট্রো এক্সপ্রেস বরিশাল ২-১ গোলে ওয়ালটন ঢাকাকে এবং একমি চট্টগ্রাম ৭-১ গোলে মোনার্ক পদ্মাকে পরাজিত করে।

উল্লেখ্য ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে একমি চট্টগ্রাম এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে টেবিলের তলানীতে রয়েছে মোনার্ক পদ্মা। তবে এক ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল ও রূপায়ন সিটি কুমিল্লা। তবে একটি করে ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা ও ওয়ালটন ঢাকা।

Rent for add