• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

চূড়ান্ত পর্বে পটুয়াখালী ও যশোর

আল আরাফা ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের নড়াইল ভেন্যু থেকে ক-গ্রুপে পটুয়াখালী জেলা ও খ-গ্রুপে যশোর জেলা চ্যাম্পিয়ন হয়েছে।

নড়াইল বীরশ্রেষ্ঠ শহীদ নুর মোহাম্মদ জেলা স্টেডিয়ামে রোববার নড়াইল ভেন্যুতে মেহেরপুর জেলা ২-১ গোলে কুষ্টিয়া জেলাকে এবং পটুয়াখালী জেলা ৬-০ গোলে মাগুরা জেলাকে পরাজিত করে।

Rent for add