নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১৯:৪৭:৪০
দীর্ঘ চার দশক পর টোকিও অলিম্পিক গেমসে পদকের দেখা পেয়েছে ভারত। ব্রোঞ্জপদক জিতে পদক খরা কাটিয়েছে পড়শি দেশটি।
টোকিও অলিম্পিকের হকিতে ভারত ছাড়া এশিয়ার কোন দেশই পদক জিততে পারেনি। সে হিসেবে বর্তমানে বিশ্ব হকি র্যাংকিংয়ে ৩ নম্বরে অবস্থান করছে ভারত।
দ্বিতীয় ফেবারিট হিসেবে কোরিয়ার র্যাংকিং এখন ১৬। ঠিক এক ধাপ পেছনে থাকা জাপানের অবস্থান ১৭ নম্বরে। তারপরই ১৮ নাম্বারে রয়েছে পাকিস্তান।
প্রথমবারের মতো অংশ নেওয়া স্বাগতিক বাংলাদেশ রয়েছে ৩৮ নম্বরে। এখন র্যাংকিং হিসাবে ভারতকে সবার উপরের ধরা হলেও কোরিয়া, জাপান ও পাকিস্তান রয়েছে তার ঠিক পরের অবস্থানে।
Rent for add