• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অভিজাত মঞ্চে প্রথমবার

এশিয়ার বিশ্বকাপখ্যাত হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় হকি দল প্রথমবারের মত আজ বুধবার মাঠে নামছে।

টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতের বিপক্ষে বিকেল সাড়ে ৩টায় মওলানা ভাসানী জাতীয় ষ্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচ সর্ম্পকে বাংলাদেশ জাতীয় হকি দলের মালয়েশিয়ান কোচ বলেছেন নিজেদের সেরাটা দিয়েই খেলবে তার দল।

অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘ভারতের বিপক্ষে জিতব কিংবা ড্র করব বলাটা আমাদের জন্য সমীচীন হবে না। সম্প্রতি অলিম্পিকে তারা পদক জিতেছে। এমন দলের বিপক্ষে আগে-ভাগে কিছু বলাটা ঠিক নয়। কম ব্যবধানে অর্থাৎ ২-১ কিংবা ৩-১ গোলের ব্যবধানে হারের আশংকা করছি আমরা।’

 

Rent for add