• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বাংলাদেশের চোঁখ পরবর্তী তিনটি টুর্নামেন্টে

এশিয়ার বিশ্বকাপখ্যাত হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশের খুব একটা চাওয়া নেই। তবে এই টুর্নামেন্টে শক্তি-সামর্থ্যের সবটুকু উজার করে খেলতে মুখিয়ে আছেন খেলোয়াড়রা।

বাংলাদেশ জাতীয় হকি দলের মালয়েশিয়ান কোচ গোবিনাথন এই আসরটিকে অভিজ্ঞতা অর্জনের দিকেই বেশি জোর দিচ্ছেন। এ থেকে অভিজ্ঞতা অর্জনের পর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে এগুতে চান।

টিম ম্যানেজমেন্ট আগামী বছরে তিনটি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই ঘরের মাঠের এই আসরকে দেখছেন। কাগজে-কলমে ও মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ অংশগ্রহণকারী দলগুলোর চেয়ে বেশ পেছনে। তাই হকিপ্রেমীদের উচ্চাশা প্রকাশ না করার পরোক্ষ একটা বার্তা দিয়ে কোচ বলেন, আমার ছেলেরা ভাল খেলার চেষ্টা করবে এবং খেলবে। তবে আমি কোন ম্যাচে জয় পাব কিনা সেটি বলতে পারিনা।

কোচ গোবিনাথন বলেন, ২০২২ সালে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তাই এই আসরটি প্রস্তুতির সেরা মঞ্চ। বাংলাদেশ তাই টার্ফের খেলার চেয়ে অভিজ্ঞতা অর্জনেই বেশি মনযোগী হবে।

Rent for add