নিজস্ব প্রতিবেদক : ১৭ মার্চ ২০২৫, সোমবার, ২২:৪৮:২৮
ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান [বিকেএসপি] বড় জয় পেয়েছে। তবে কষ্টার্জিত জয় পেয়েছে দিনাজপুর জেলা।
আজ ১৭ মার্চ সোমবার বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে বিকেএসপি ১৬-১ গোলে ঠাকুরগাঁও জেলাকে শোচনীয়ভাবে পরাজিত করে। কিন্তু একই ভেন্যুতে রংপুর জেলা ও কুমিল্লা জেলার মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়েছে।
এদিকে মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে দিনাজপুর জেলা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলাকে। একই ভেন্যুতে পটুয়াখালী জেলা ও রাজশাহী জেলা একে অপরের সঙ্গে গোল শূন্য ড্র করেছে।
আগামীকাল ১৮ মার্চ মঙ্গলবার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় কুমিল্লা জেলা ও কিশোরগঞ্জ জেলা, সোয়া ১১টায় ঝিনাইদহ জেলা ও ঠাকুরগাঁও জেলা এবং বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে সকাল ৮টায় যশোর জেলা ও রাজশাহী জেলা, সকাল ১০টায় চট্টগ্রাম জেলা ও পটুয়াখালী জেলা মোকাবেলা করবে।
Rent for add