• ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

গোল বন্যায় ভাসলো রংপুর

ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতায় এবার গোল বন্যায় ভাসলো রংপুর জেলা। আজ ১৫ মার্চ শনিবার বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে তারা ০-১৮ গোলে বিকেএসপির কাছে শোচনীয়ভাবে হেরে যায়। একই ভেন্যুতে অপর খেলায় কিশোরগঞ্জ জেলা ৫-১ ঠাকুরগাঁও জেলাকে পরাজিত করে।

এদিকে মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে দিনাজপুর জেলা ২-০ গোলে পটুয়াখালী জেলাকে এবং যশোর জেলা ৬-০ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়েছে।

উল্লেখ্য আজ শনিবার দুই ভেন্যুতে ৪ খেলায় মোট ৩২টি গোল হয়েছে।

আগামীকাল ১৬ মার্চ রোববার প্রতিযোগিতার বিরতি দিন।

 

 

Rent for add