নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ২০:৪১:৪৪
প্রথমবারের মতো বাংলাদেশ ‘ওয়ার্ল্ড মাস্টার্স হকি ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপ’ খেলতে যাচ্ছে। আগামী ২০-২৬ নভেম্বর এই আসর হংকংয়ে অনুষ্ঠিত হবে। তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিতব্য এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উর্ধ্ব-৪০ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।২৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাস্টার্স হকি দলের প্রথম লক্ষ্য সেমিফাইনাল। আজ ১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় দলের ম্যানেজার হাজী মোহাম্মদ হুমায়ুন একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তার লক্ষ্যের কথা।
প্রশ্ন: আপনি তো জাতীয় দলের সাবেক সফল ম্যানেজার। এবার বাংলাদেশ মাস্টার্স হকি দলের ম্যানেজারের দায়িত্ব পেলেন। নতুন দায়িত্ব কেমন লাগছে?
হাজী মোহাম্মদ হুমায়ুন: নতুন দায়িত্ব পাওয়া মানে দায়িত্ব আরো বেড়ে যাওয়া। অনুভূতি আগের মতোই। আগে জাতীয় দলের ছিলাম। এখন মাস্টার্স দলের। দু’ দলের মধ্যে পার্থক্যটা কেবল সময়ের ব্যবধান। এক কথায় বাংলাদেশের সাবেক তারকারা যারা এক সময় টার্ফ কাঁপাতেন তারাই অংশ নিচ্ছেন। আমি বরাবরই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। সবার সহযোগিতা নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পান্ন করার চেষ্টা করবো।
প্রশ্ন: কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড মাস্টার্স হকি ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপ’ খেলতে যাচ্ছেন। দলের প্রস্তুতি সর্ম্পকে একটু জানতে চাচ্ছিলাম?
হাজী মোহাম্মদ হুমায়ুন: আমাদের এই দলটি কিন্তু সারা বছরই অনুশীলনে থাকে। বিশেষ করে প্রতি শুক্রবার আমরা মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মিলিত হই। এমন কি মাঝে মধ্যে নিজেদের মধ্যে ম্যাচ খেলে থাকি। বিদেশের মাটিতে এ ধরনের টুর্নামেন্ট সত্যিই একটি নতুন অভিজ্ঞতা হবে। আশা করছি, সেখানে আমরা ভালো কিছু করে দেখাতে পারবো।
প্রশ্ন: যাদের সঙ্গে লড়বেন, তাদের সর্ম্পকে কি আপনার ধারণা রয়েছে?
হাজী মোহাম্মদ হুমায়ুন: গ্রুপ পর্বে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক হংকং এর সঙ্গে খেলবো। মালয়েশিয়া খুবই শক্তিশালী দল। তবে সিঙ্গাপুর ও হংকং আমাদের মতো প্রায় সবশক্তির দল। দলের সবাই তাদের বিপক্ষে লড়ার জন্য মুখিয়ে আছেন। ২১ নভেম্বর প্রথম ম্যাচে মালয়েশিয়া, ২২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে হংকং এবং ২৪ নভেম্বর তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে খেলা রয়েছে।
প্রশ্ন: এই টুর্নামেন্টে কি ধরনের ফলাফল প্রত্যাশা করছেন?
হাজী মোহাম্মদ হুমায়ুন: আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এরপর যত দূর যাওয়া যায়।
প্রশ্ন: হংকং পৌঁছানোর পর তো আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ারও খুব একটা সময় পাচ্ছেন না। এমন কি অনুশীলনেরও তেমন সুযোগ পাচ্ছেন না। এক্ষেত্রে আপনি টার্গেট লক্ষ্যে কি পৌঁছুতে পারবেন?
হাজী মোহাম্মদ হুমায়ুন: আপনি ঠিকই বলেছেন। মধ্য রাতে (১৯ নভেম্বর) হংকং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বো। এরপর ম্যাচ খেলার আগে হাতে যে সময়টুকু পাবো, সেই সময়টুকুর সদ্ব্যবহার করেই আমাদের এগুতে হবে। আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা লক্ষ্যে পৌঁছুতে পারবো। আমরা যাতে ভালো খেলতে পারি, লক্ষ্যে পৌঁছুতে পারি এ জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।
প্রশ্ন: বাংলাদেশ মাস্টার্স হকি দলে যারা রয়েছেন তাদের নামগুলো জানতে চাচ্ছিলাম?
বাংলাদেশ মাস্টার্স হকি দল : দলনেতা: এ কে এম মমিনুল হক সাঈদ। ম্যানেজার: হাজী মোহাম্মদ হুমায়ুন। সহকারী ম্যানেজার: খাজা হারেস। কোচ: মাহবুব হারুন। খেলোয়াড়: খাজা তাহের লতিফ মুন্না, শাকিল হোসেন, আল ইসলাম রুবেল, মনিরুল ইসলাম, আরিফুল হক প্রিন্স, মাহাবুবুল এহছান রানা, শহিদুল্লাহ টিটু, শহিদুল্লাহ খোকন, রাহুল কান্তি রায়, জামিলুর রহমান, মনির হোসেন, খাজা নাদের, জানে আলম, জামিল আহমেদ হাসান, আবুল হাসনাত, নাজমুল আলম, সাবিথ হাসান, কে এম ওয়াসেফ, সাব্বির আহমেদ, বিপ্লব বোস, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম, সৈয়দ রায়হান হুসাইন ও মোহাম্মদ নাসের।
Rent for add