নিজস্ব প্রতিবেদক : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার, ১:২৬:৩০
চট্টগ্রামে হকি কেন্দ্র আয়োজিত দশদিনব্যাপী ২৫তম স্কুল হকি লিগ মাঠে গড়িয়েছে। প্রধান অতিথি হয়ে লিগের উদ্বোধন করেন অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক আবদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন হকি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চীফ কোচ মুহাম্মদ মহসিনুল হক চৌধুরী।
উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ ২-০ গোলে লামা বাজার এ এ সিটি কর্পোরেশন স্কুলকে পরাজিত করে। জয়ী দলের সাজ্জাদ ও রফিক গোল করেন।
এদিকে লিগের দ্বিতীয় দিনে রোহানের হ্যাটট্রিকের উপর ভর করে জে এম সেন স্কুল ৩-১ গোলে হারিয়েছে নাসিরাবাদ সরকারী স্কুলকে। বিজিত দলের সাকিব একটি গোল শোধ করেন।
Rent for add