বিশেষ সংবাদদাতা : ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১৭:০২:৩৫
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান হকি ফেডারেশনের সহসভাপতি আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ ১৯তম এশিয়ান গেমসে হকি ডিসিপ্লিনের মেম্বার অব জুরি অব অ্যাপিল কমিটির সদস্য হিসেবে চীনে দায়িত্ব পালন অবস্থায় হাংজুতে ২৪ সেপ্টেম্বর বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে সফল অপারেশনের পর বর্তমানে তিনি ক্রমশ: সুস্থ হয়ে উঠছেন। বিদেশের মাটিতে অসুস্থ অবস্থায় পাশে থাকার জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকালে অসুস্থবোধ করলে আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নানারকম পরীক্ষা-নিরীক্ষা শেষে হার্টে সমস্যা দেখতে পান বিশেষজ্ঞ ডাক্তারগণ। তাদের পরামর্শে ভর্তি হই। এরপর ২৫ সেপ্টেম্বর সকালে এনজিওগ্রাফির মাধ্যমে আমার হার্টে একটি স্টেন বসায় এবং অন্য দুটি ব্লকে প্রযুক্তির মাধ্যমে কিছুটা ক্লিন করে দেন। সত্য বলতে এতটা আধুনিক চিকিৎসা চায়নাতে আছে কল্পনাতেও ছিল না। যেভাবে ৭/৮ জন ডাক্তারের টিম এবং সার্বক্ষণিক ৪/৫ জন নার্স আমাকে সেবা প্রদান করার জন্য ব্যকুল হয়ে কাজ করলো তা সারাজীবন মনে থাকবে। চায়নাতে যদি সবাই ইংরেজীতে পারদর্শি হতো এবং সর্বত্র ইংরেজী ভাষার প্রচলন থাকতো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা পৃথিবীর মানুষ চিকিৎসার জন্য এখানে লাইন ধরতেন।
এক প্রশ্নে তিনি আরো বলেন, এখন কিছুটা সুস্থতাবোধ করছি। আরো দুই দিন হাসপাতালে থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অলস সময় পার করছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
জীবনের কঠিন সময়ে অসুস্থ অবস্থায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্দুর রশিদ সিকদার, মাহবুবুল এহসান রানা, শহিদুল্লাহ টিটু ও মোহাম্মদ আশিকুজ্জামান যারা তার অপারেশনের সময় পাশে থেকে সাহস যুগিয়েছেন। আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসপাতালে এসে খোঁজখবর নিতে পাশে দাঁড়িয়ে সাহস দেওয়ার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব একরাম, এশিয়ান হকি ফেডারেশনের সভাপতি ফোমিও আগুরা এবং বিওএ ও ওয়ার্ল্ড অলিম্পিক মেডিকেল টিমের প্রতি।
Rent for add