বিশেষ সংবাদদাতা, হাংজু থেকে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১৫:১৯:৫০
বাংলাদেশ জাতীয় হকি দল এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে পরাজয় দিয়ে শুরু করেছে। আজ (২৪ সেপ্টেম্বর) রোববার তারা ২-৭ গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের কাছে হেরে যায়। প্রথমার্ধে বিজয়ী দল ৪-১ গোলে এগিয়ে ছিল।
যদিও গোল পরিশোধে মরিয়া বাংলাদেশ অবশ্য শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সাধ্যমতো লড়ে সুবিধা করতে পারেনি। তবে আশরাফুল ইসলাম ও পুস্কর ক্ষিসা মিমো দুটি গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন।
এদিকে ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে মোকাবেলা করবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে। এ আসরে বাংলাদেশ অবশ্য সিঙ্গাপুর ও উজবেকিস্তানের বিপক্ষে জয়ের আশা করছে।
উল্লেখ্য এশিয়ান গেমসের ১৯তম আসরে এবার ১২টি দলের অংশগ্রহণে দুটি গ্রুপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর এবং ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড।
Rent for add