• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

এশিয়াডে খেলতে গেল হকি দল

দীর্ঘ মেয়াদী অনুশীলন-প্রশিক্ষণের পর ১৮ সেপ্টেম্বর রাতে আসন্ন এশিয়ান গেমস উপলক্ষে চীনের হাংজুতে খেলতে গেলেন হকি খেলোয়াড়রা। তবে গেমসে যাবার আগে বিদেশে গিয়ে কিংবা বিদেশী দল দেশে এনে অন্তত দু’ তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন ছিল। তাতে খেলোয়াড় কেমন অনুশীলন-প্রশিক্ষণ করেছেন সেই সামর্থ্যটা জানা যেতো। কিন্তু কিছুই হলো না। কাজেই গেমসে ভাল ফল করা বেশ কঠিন হয়ে পড়বে।

এদিকে এশিয়ান গেমসের ১৯তম আসরে এবার ১২টি দলের অংশগ্রহণে দুটি গ্রুপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর এবং ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড।

বাংলাদেশ দল শক্ত গ্রুপে পড়ায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। সেই সঙ্গে বিশেষ করে ভারত, পাকিস্তান ও জাপানের সঙ্গে কতটা ভাল খেলতে পারে এ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তাই দেশের অভিজ্ঞ সংগঠকরা মনে করেন শক্তিশালী দলগুলোকে মোকাবেলা করার আগে প্রস্তুতিমূলক ম্যাচ বেশি বেশি করে খেলার প্রয়োজন ছিল।

অপরদিকে বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপানের সঙ্গে মোকাবেলা করবে। এরপর ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে। এ আসরে বাংলাদেশ অবশ্য সিঙ্গাপুর ও উজবেকিস্তানের বিপক্ষে জয়ের আশা করছে।

কিন্তু বাস্তবে কতটা তারা নিজেদের মেলে ধরতে পারে দেখার বিষয়। অবস্থাদৃষ্টে বাংলাদেশের এবার ষষ্ঠ স্থান ধরে রাখাই কঠিন হয়ে পড়ছে। ফলে অনেকের ধারণা সপ্তম/অষ্টম কিংবা নবম/দশম স্থানের জন্য লড়তে দেখা যেতে পারে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়দের।

বাংলাদেশ স্কোয়াড

কর্মকর্তা : মাহবুবুল এহসান রানা (ম্যানেজার), শহিদুল্লাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।

খেলোয়াড় : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।

স্ট্যান্ডবাই : শহিদুল ইসলাম সৈকত, আবেদ উদ্দিন, সাইজুদ্দিন ও আবদুল্লাহ।

 

Rent for add