নিজস্ব প্রতিবেদক : ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ২১:৫১:১২
আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জার্সি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, অন্যতম সহসভাপতি আব্দুর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ প্রমুখ।
চীনের হাংজু নগরীর গংশু কানাল স্পোর্টস পার্ক ফিল্ড হকি স্টেডিয়ামে এশিয়ান গেমসের এই ডিসিপ্লিনটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
১২টি দলের অংশগ্রহণে দুটি গ্রুপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর এবং ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড।
বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপানের সঙ্গে মোকাবেলা করবে। এরপর ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে।
Rent for add