• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সংবর্ধনায় পেলেন ৫ হাজার টাকা করে

ওমানের সালালাহে ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে খেলে আসা জাতীয় পুরুষ ও জাতীয় নারী দলকে বাংলাদেশ হকি ফেডারেশন সংবর্ধনা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে তাদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে দলের সবাইকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ হকি ফেডারেশনের এমন সংবর্ধনা পেয়ে দারুণ উচ্ছ্বাসিত জাতীয় দল।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুরুষ ও জাতীয় নারী দলকে পুরস্কৃত করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি আব্দুর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ প্রমুখ।

উল্লেখ্য প্রথমবারের মতো ফাইভ এ সাইড টুর্নামেন্ট খেলতে গিয়ে লাল-সবুজের দল প্রত্যাশার চেয়ে ভাল খেলেছে। পুরুষ দল ৭ ম্যাচে ৩টি জয় এবং ৪টিতে পরাজয়সহ ১০ দলের লড়াইয়ে পঞ্চম হয়েছে। দলের শাওন ও আবেদ সর্বোচ্চ ১১টি করে গোল করেন। বাংলাদেশ ৩৯ গোল দিয়ে খেয়েছে ৬০টি গোল। এ আসরে অসাধারণ নৈপুন্যে দেখিয়ে অধিনায়ক অসীম গোপ সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন।

অপরদিকে নারী দলও ফাইভ এ সাইড টুর্নামেন্ট প্রথমবারের মতো খেলতে নেমে ৬ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ৩ হারে ১০ দলের অংশগ্রহণে দলগতভাবে অষ্টম হলেও মাঠে মেয়েদের নৈপুন্যে ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টে অর্পিতা ৬ ম্যাচে ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। রিয়া ১৬টি গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি একটানা তিন ম্যাচে পরপর তিনটি হ্যাটট্রিক এবং ওই তিন ম্যাচে পরপর তিনবার ম্যান অব দ্য ম্যাচ হয়ে অনন্য কৃতিত্ব দেখান। তবে ৬ ম্যাচে বাংলাদেশ ৪৪টি গোল করে বিপরীতে হজম করেছে ৩৫টি গোল।

Rent for add