নিজস্ব প্রতিবেদক : ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৪৬:০২
ওমানের সালালাহে ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় নারী হকি দলে খেলা পাঁচ বিকেএসপিয়ানকে তাদের প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পুরস্কৃত করেছে। টুর্নামেন্ট শেষে তারা নিজ প্রতিষ্ঠানে ফিরে এলে খেলোয়াড়রা বিকেএসপি মহাপরিচালক এর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।
বিশেষ করে বিকেএসপির ছাত্রী অর্পিতা পাল টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতার (২০টি গোল) পুরস্কার জেতায় এবং অপর ছাত্রী আইরিন আক্তার রিয়া টানা তিন ম্যাচে পরপর তিনটি হ্যাটট্রিক করে টানা তিন ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ায় বিকেএসপি মহাপরিচালক তাদের অভিনন্দন জানান। ভাল খেলার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও ভাল খেলার জন্য উৎসাহিত করেন। এ সময় পরিচালক প্রশিক্ষণ এবং হকি বিভাগের প্রশিক্ষক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় নারী হকি দলে খেলা বিকেএসপির ৫ খেলোয়াড়রা হলেন অর্পিতা পাল, আইরিন আক্তার রিয়া, মনি আক্তার, রিয়াসা আক্তার ও কণা আক্তার। এছাড়া দলের অপর তিন খেলোয়াড়ও বিকেএসপিতে এক সময় প্রশিক্ষণে ছিলেন। তারা হলের ফারদিয়া আক্তার রাত্রি, মুক্তা খাতুন ও সুমি আক্তার।
উল্লেখ্য টুর্নামেন্টে ৬ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ৩ হারে ১০ দলের অংশগ্রহণে বাংলাদেশ দলগতভাবে অষ্টম হয়েছে।
এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশ
বাংলাদেশ ৪ : ৭ ইন্দোনেশিয়া
বাংলাদেশ ১০ : ৫ চাইনিজ তাইপে
বাংলাদেশ ৯ : ৩ ইরান
বাংলাদেশ ৯ : ২ ওমান
বাংলাদেশ ৭ : ১০ হংকং
সপ্তম/অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ
বাংলাদেশ ৫ : ৮ চাইনিজ তাইপে
Rent for add