• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে তোড়জোর শুরু

বাংলাদেশ হকি ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে তোড়জোর শুরু করেছে। শুধু তাই নয়, ফেডারেশন কর্মকর্তারা ‘স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানী এইস’ এবং স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টস’ এর সঙ্গে বৈঠক করেছেন। এমন কি আসন্ন ফ্র্যাঞ্চাইজি হকি লিগকে কি ভাবে আরো আর্কষণীয় ও প্রাণবন্ত করা যায় এ নিয়েও বিস্তর আলোচনা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে ‘স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানী এইস’ এবং স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টস’ এর সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার, জাকি আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বৈঠক করেন। জানা গেছে, চীনের হাংজু এশিয়ান গেমসের পরপরই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের প্রস্তুতি জোরেশোরে শুরু হবে।

গেল বছর মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া হকির ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয়। প্রথম আসরে ৬টি দল অংশগ্রহণ করে । দলগুলো হচ্ছে ওয়ালটন ঢাকা, একমি চট্টগ্রাম, সাইফ পাওয়ার লিমিটেড খুলনা, রূপায়ন গ্রুপ কুমিল্লা, মোনার্ক মার্ট পদ্মা এবং মেট্রো এক্সপ্রেস বরিশাল। উল্লেখ্য প্রথম আসরে একমি চট্টগ্রাম শিরোপা জয় করে।

 

 

Rent for add