• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

দেশে-বিদেশে খেলার পথ সুগম করা প্রয়োজন

ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট এশিয়া কাপ শেষে বিকেএসপিতে ফিরেছেন প্রতিষ্ঠানের মেয়েরা। ওমানের সালালাহ শহরের ওই টুর্নামেন্টে অর্পিতা পাল এক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পাশাপাশি পাঁচ হ্যাটট্রিকসহ ২০ গোল করে সর্বাধিক গোলদাতার পুরস্কার জিতেছেন। অপরদিকে আইরিন আক্তার রিয়া টানা ৩ ম্যাচে হ্যাটট্রিক করার পাশাপাশি পরপর ৩ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন।

বর্তমানে ফাইভ এ সাইড বাংলাদেশ জাতীয় নারী হকি দলের ৮ জন খেলোয়াড়ের মধ্যে এ মুহূর্তে ৫ জনই বিকেএসপির প্রশিক্ষণার্থী। অপর ৩ জন বিকেএসপির হকি নারী প্রকল্পে ১ বছর প্রশিক্ষণ নিয়েছিলেন। শুধু তাই নয়, ইতিপূর্বে তারা ২০১৯ সালে বাংলাদেশের হয়ে সিঙ্গাপুরে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। তৃণমূল থেকে তাদের উঠে আসার পিছনে ছিল তাদের নিজ জেলা এবং বাংলাদেশ জাতীয় নারী হকি দলের ম্যানেজার তারিকুজ্জামান নান্নুর অবদান অপরিসীম। পরবর্তীতে বিকেএসপি ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহায়তায় আজ তারা আন্তর্জাতিক আঙিনায় নিজেদের মেলে ধরছেন।

বিকেএসপিতে ২০২০ সালে প্রথমবারের মতো হকি বিভাগে মেয়েদের ভর্তি করা হয়। কিন্তু বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে তাদের প্রশিক্ষণ শুরু হয় ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে। এই অল্প সময়ের প্রশিক্ষণে তারা এবার ওমানে অসাধারণ পারফরম্যান্স করেন। দলের ৮ জনের মধ্যে অর্ধেকের বেশি বিকেএসপিতে আসার আগে খেলার অভিজ্ঞতা থাকলেও বাকিরা ছিল আনকোরা। শুধু তাই নয়, দু তিন জন তো হকি স্টিক ধরা শিখেছে বিকেএসপিতে আসার পর। এই অল্প সময়ে তাদের উন্নতি লক্ষ্যণীয়।

সাম্প্রতিক সময়ের এই সাফল্যে ধরে রাখতে হলে এখন থেকেই মেয়েদের দেশে এবং বিদেশে প্রচুর খেলার পথ সুগম করা প্রয়োজন। সেই সঙ্গে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ জরুরী। আশা করি, বাংলাদেশ হকি ফেডারেশন এই দিকটায় বিশেষ নজর দেবেন। শুধু তাই নয়, হকি উন্নয়নে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

এ মুহূর্তে বিকেএসপি ছাড়াও বেশ কয়েকটি জেলা নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে ছেলে/মেয়েদের প্রশিক্ষণ ও খেলার ব্যবস্থা করছেন। তাদের দিকেও আশা করি বাংলাদেশ হকি ফেডারেশন সহযোগিতার হাত প্রসারিত করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের হকি এশিয়া তথা বিশ্ব হকির দরবারে জায়গা করে নেবে এমনটাই দেশবাসী প্রত্যাশা করছেন।

লেখক : বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় ও বিকেএসপি কোচ।

Rent for add