নিজস্ব প্রতিবেদক : ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১৯:২২:১৫
চার বছর পর আন্তর্জাতিক হকিতে ফেরা বাংলাদেশ জাতীয় নারী দল ওমানের সালালাহে আগামীদিনের সম্ভাবনাকে আরো জোরালো করেই শুক্রবার (১ সেপ্টেম্বর) দেশে ফিরেছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো ফাইভ এ সাইড ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রত্যাশার চেয়েও অনেক ভালো করেছে। ৬ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ৩ হারে ১০ দলের অংশগ্রহণে বাংলাদেশ দলগতভাবে অষ্টম হলেও মাঠে মেয়েদের নৈপুন্যে ছিল রীতিমতো চোখে পড়ার মতো।
এ টুর্নামেন্টে অর্পিতা ৬ ম্যাচে ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। এর মধ্যে তাঁর একটি ডবল হ্যাটট্রিক ও ৪টি হ্যাটট্রিক রয়েছে। এছাড়া একটি ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে রিয়া ১৬টি গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এর মধ্যে তাঁর ৩টি হ্যাটট্রিক রয়েছে। এ টুর্নামেন্টে রিয়া একটি অনন্য রের্কডও গড়েছেন। আন্তর্জাতিক হকিতে প্রথম কোনো বাংলাদেশী খেলোয়াড় হিসেবে তিনি একটানা তিন ম্যাচে পরপর তিনটি হ্যাটট্রিক এবং ওই তিন ম্যাচে পরপর তিনবার ম্যান অব দ্য ম্যাচ হয়ে অনন্য কৃতিত্ব দেখান। এছাড়া রাত্রি ও কণা ৩টি করে এবং মুক্তা ও মনি ১টি করে গোল করেন। ৬ ম্যাচে বাংলাদেশ মোট ৪৪টি গোল করেছে। বিপরীতে হজম করেছে ৩৫টি গোল।
এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশ
বাংলাদেশ ৪ : ৭ ইন্দোনেশিয়া
বাংলাদেশ ১০ : ৫ চাইনিজ তাইপে
বাংলাদেশ ৯ : ৩ ইরান
বাংলাদেশ ৯ : ২ ওমান
বাংলাদেশ ৭ : ১০ হংকং
সপ্তম/অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ
বাংলাদেশ ৫ : ৮ চাইনিজ তাইপে
Rent for add