নিজস্ব প্রতিবেদক : ৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৮:৫৪:৩৭
প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় হকি দল ফাইভ এ সাইড টুর্নামেন্টে খেলতে নেমে অনভিজ্ঞতার কারণে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ে খুব একটা ভাল খেলতে পারছে না। ইতোমধ্যে টানা তিন ম্যাচ হেরে গেছে।
ওমানের সালালাহ শহরে বুধবার (৩০ আগস্ট) রাতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ১০-৫ গোলে বাংলাদেশ পরাজিত হয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৬-২ গোলে এগিয়ে ছিল।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৯ আগস্ট শক্তিশালী ভারতের কাছে ১৫-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ৩০ আগস্ট পাকিস্তানের কাছে ১৫-৬ গোলে হেরেছে।
এ নিয়ে লাল-সবুজের দেশ তিন ম্যাচে ৪০ গোল খেয়ে ১২ গোল দিয়েছে। তবে এটিও ঠিক, ফাইভ এ সাইড হকির মতো নতুন ফরম্যাটে খেলতে নামা জাতীয় দল টুর্নামেন্টে যত ম্যাচ খেলছে ততই নিজেদের আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে এবং ম্যাচ হেরে গেলেও ম্যাচ বাই ম্যাচে ক্রমশ: উন্নতির ছাপ পড়তে শুরু করেছে।
উল্লেখ্য বৃহস্পতিবার (৩১ আগস্ট) গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে জাপান ও স্বাগতিক ওমানের মোকাবেলা করবে।
Rent for add