• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকির লোগো উম্মোচন

ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ওমানের সালালাহ শহরে ট্রফি উম্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। এ সময় এশিয়ান হকি ফেডারেশন এবং ওমান হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট ২৮ আগস্ট শেষ হবে। এ টুর্নামেন্টে ১০টি দল দুটি গ্রুপে অংশ নিচ্ছে। বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে পড়েছে। এই পুলে রয়েছে হংকং, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান ও স্বাগতিক ওমান। অন্যদিকে এলিট পুলে রয়েছে ভারত, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ড। এর মধ্যে থেকে তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

এদিকে আগামী ২৯ আগস্ট থেকে পুরুষ ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে।

Rent for add