• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

শুক্রবার ওমানে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

ওমানের সালালাহ শহরে শুক্রবার (২৫ আগস্ট) থেকে ফাইভ-এ-সাইড নারী ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ জাতীয় নারী হকি দল ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মুখোমুখি হচ্ছে।

জয়ে চোখ রেখেই বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে। ওমান থেকে হকিবাংলাদেশ.কম-কে মুঠোফোনে এমন আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, ফাইভ-এ-সাইড হকি আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। প্রথমবারের মতো নারী হকি দল এ ধরনের টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। এক প্রশ্নে তিনি বলেন, আশা করছি মেয়েরা সেরা নৈপুন্যে দেখিয়ে টুর্নামেন্টে ভাল খেলার চেষ্টা করবেন।

শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া এবং সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ চাইনিজ তাইপের সঙ্গে মোকাবেলা করবে। এ দুটি ম্যাচ সামনে রেখে নারী দল আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ মুহূর্তের ভুলত্রুটি শুধরিয়ে নিতে ২ ঘন্টা ঘাম ঝরিয়েছেন।

গ্রুপ পর্বের অপর তিন ম্যাচে বাংলাদেশ ২৬ আগস্ট দুপুরে ইরান এবং সন্ধ্যা ৭টায় স্বাগতিক ওমান এবং ২৭ আগস্ট সকাল ১০টায় হংকং এর সঙ্গে মোকাবেলা করবে। কোয়ালিফাই পর্বে বাংলাদেশ তিনটি জয়ের আশা করছে এবং সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে।

উল্লেখ্য ২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে ১০টি দল দুটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। চ্যালেঞ্জার পুলে বাংলাদেশ, হংকং, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান ও স্বাগতিক ওমান এবং এলিট পুলে ভারত, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ড অংশ নিচ্ছে। এর মধ্যে তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

 

 

 

Rent for add