• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

ফাইভে সাইড ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা

ফাইভে সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন আজ (১৭ আগস্ট) বৃহস্পতিবার ২১ সদস্য বিশিষ্ট জাতীয় পুরুষ ও নারী হকি দলের নাম ঘোষণা করেছে। এরমধ্যে ৫ জন কর্মকর্তা এবং ৮ জন করে পুরুষ ও নারী খেলোয়াড় রয়েছেন।

ওমানের সালালাহে এ টুর্নামেন্ট আগামী ২৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল অংশগ্রহণের লক্ষে ২২ আগস্ট ও ২৬ আগস্ট দুই ভাগে ওমান যাবে।

বাংলাদেশ স্কোয়াড

ম্যানেজার : আরিফুল হক প্রিন্স (পুরুষ দল), মো. তারিকউজ্জামান নান্নু (নারী দল), মো. আবদুল হান্নান (ফেডারেশনের সভাপতির প্রতিনিধি)।

কোচ : মো. জাহিদ হোসেন।

নারী দলের কো-অর্ডিনেটর : পারভীন নাছিমা নাহার পুতুল।

নারী দল : মুক্তা খাতুন, সুমি আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি, অর্পিতা পাল, সানজিদা আক্তার মনি, কনা আক্তার, রিয়াসা আক্তার ও আইরিন আক্তার রিয়া।

পুরুষ দল : অসীম গোপ, মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উল্লাহ।

Rent for add