• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ছুটির আমেজে আবাসিক ক্যাম্প

আসন্ন এশিয়ান গেমস সামনে রেখে সেই জুন মাস থেকেই আবাসিক ক্যাম্পে রয়েছেন হকি খেলোয়াড়রা। মাঝে তারা কেবল পবিত্র ঈদ উল আজহার ছুটি পেয়েছিলেন। এর পর আর কোনো ছুটি পাননি। এদিকে আবার আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চীনের হাংজুতে এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। তাই সামনে তাদের ছুটি পাবার সম্ভাবনা কম। তাই অনেক দিন ধরে অনুশীলনে থাকা খেলোয়াড়দের চার দিনের বিশ্রামে পাঠিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বাংলাদেশ হকি ফেডারেশন সূত্রে জানা গেছে খেলোয়াড়রা ৪ দিনের ছুটি পেলেও দলের প্রধান কোচ ছুটি পেয়েছেন ৭ দিন। এর ফলে খেলোয়াড় ও স্থানীয় কোচিং স্টাফ এবং প্রধান কোচ ১৪ আগস্ট থেকে ছুটি কাটাতে শুরু করেছেন। ছুটি পেয়ে জাতীয় দলের কোরীয় কোচ ইয়ং কিউ কিম পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দক্ষিণ কোরিয়া গেছেন। আর খেলোয়াড়রা সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে ।

খেলোয়াড়রা চার দিনের ছুটি কাটিয়ে আগামী (১৮ আগস্ট) শুক্রবার রাতে আবার ক্যাম্পে ফিরবেন। এর পর শনিবার থেকে তাদের ফের অনুশীলন শুরু হবে। প্রথম তিন দিন দেশীয় কোচরা অনুশীলন করাবেন। সোমবার (২১ আগস্ট) থেকে কোরিয়ান কোচের অধীনে অনুশীলন করবেন জিমিরা।

এদিকে দেশে কিংবা বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় হকি দল প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে। সেক্ষেত্রে স্থানীয় দলের সঙ্গে কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। তবে চীনের হাংজুতে এশিয়ান গেমস শুরুর আগে সেখানে কয়টি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা চলছে। বাংলাদেশ জাতীয় হকি দলের ম্যানেজার মাহবুবুল এহসান রানা হকিবাংলাদেশ.কম-কে বলেন, আমরা দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন এবং ওমানকে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তাদের কাছ থেকে সবুজ সংকেত মিললেই কয়েক দিন আগে চীনে গিয়ে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য এশিয়ান গেমসে এশিয়ার অন্যতম দুই জায়ান্ট ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে এই তিন দল ছাড়াও জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তান রয়েছে। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণের জন্য লড়বে।

বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপান, ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের সঙ্গে মোকাবেলা করবে।

 

Rent for add