• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় ক্যাম্প ছেড়েছেন সাবেক এই অধিনায়ক

চীনের হ্যাংজুতে আসন্ন এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ হকি ফেডারেশন জাতীয় দল গঠন কল্পে ১৫ জুন থেকে ৪০ জন নিয়ে প্রাথমিক ক্যাম্প শুরু করে ছিল। এরপর পারফরম্যান্স বিবেচনায় ৯ জন কমিয়ে সে সংখ্যা ৩১ জনে নামিয়ে আনা হয়। ফলে পবিত্র ঈদুল আজহার ছুটির পর ৩১ জন নিয়ে দ্বিতীয় দফায় আবাসিক ক্যাম্প শুরু হয়। ২ জুলাই জাতীয় দলের দক্ষিণ কোরিয়ার কোচ ইয়াং কু কিম যোগ দিলে জোরেশোরে প্রস্তুতি শুরু হয়।

সেই চলমান ক্যাম্প থেকেই দলের অন্যতম তারকা খেলোয়াড় খোরশেদুর রহমান কিছুদিন আগে স্বেচ্ছায় ক্যাম্প ছেড়ে বাড়ি চলে যান। ঘরোয়া হকির এই পরিচিত মুখ জাতীয় দলে অধিনায়কত্বও করেছেন। গত বছর ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। ব্যাংককে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টেও ছিলেন। সেই খোরশেদই হঠাৎ করে এশিয়ান গেমস থেকে নিজেকে সরিয়ে নেন।

জাতীয় দলের ক্যাম্প থেকে হঠাৎ করে খোরশেদ নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাখায় বলেন, শারীরিক ও মানসিক দুই দিক বিবেচনা করেই আমি নিজেকে ক্যাম্প থেকে সরিয়ে নিয়েছি। এক প্রশ্নে তিনি জানান, মাস ছয়েক আগে আমি ইনজুরিতে পড়ি। এর প্রভাব এখনো বয়ে বেড়াচ্ছি। ইনজুরির ফলে অনুশীলনে নিজের সেরাটা দিতে পারছিলাম না। এতে মানসিকভাবেও খারাপ বোধ করছিলাম।

এদিকে বাংলাদেশ হকি ফেডারেশন সূত্রে জানা গেছে খোরশেদ ফেডারেশনকে চিঠি দিয়েই ক্যাম্প ত্যাগ করেন। কোচিং স্টাফ বা ফেডারেশন তাকে দল থেকে বাদ দেয়নি। তিনি স্বেচ্ছায় ক্যাম্প ছেড়েছেন। তবে তার পরিবর্তে দলে অবশ্য নতুন কাউকে ডাকা হবে না।

ইতোমধ্যে দলের ৩০ জনের সংখ্যা কমিয়ে এনে ফেডারেশন এখন চূড়ান্ত দল গঠনে ব্যস্ত সময় পার করছে।

Rent for add