• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

শর্ট লিস্টে এবার ৩১ জন নিয়ে ক্যাম্প শুরু হচ্ছে

১৯তম এশিয়ান গেমস সামনে রেখে যে ৪০ জন প্রাথমিকভাবে ডাক পেয়েছিলেন তাদের মধ্য থেকে প্রথম দফায় ৯ জনকে বাইরে রেখে এবার শর্ট লিস্ট করে ৩১ জন নিয়ে আগামীকাল থেকে ফের হকির আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে।

তারা হচ্ছেন বিপ্লব কুজুর, অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, নুরুজ্জামান নয়ন, সাইজ উদ্দিন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ সিটুল, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, হুজাইফা হোসেন, শহিদুল ইসলাম সৈকত, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, আল নাহিয়ান শুভ, সারোয়ার হোসেন, পুষ্কর খিশা মিমো, দ্বীন ইসলাম ইমন, রাকিবুল হাসান রকি, মাহবুব হোসেন, আরশাদ হোসেন, রাসেল মাহমুদ জিমি, , মো. আব্দুল্লাহ, মিলন হোসেন, শফিউল আলম শিশির ও খোরশেদুর রহমান।

এদিকে যারা প্রথম দফায় ক্যাম্প থেকে বাদ পড়লেন তারা হলেন রামিম হোসেন, আজিজার রহমান, রাহিদ হোসেন জীবন, তৈয়ব আলী, ওবায়দুল হোসেন জয়, তাসিন আলী, আমান শরীফ, উক্ক্যহীন রাখাইন এবং রকিবুল হাসান।

অপরদিকে জাতীয় দলের কোরীয় কোচ খুব শিগগিরই ঢাকায় আসার কথা রয়েছে। তবে কোরীয় কোচ আসার আগ পর্যন্ত দলের অনুশীলন করাবেন যথারীতি তিন স্থানীয় কোচ রাসেল খান বাপ্পী, শহিদুল্লাহ টিটু ও আশিকুজ্জামান।

উল্লেখ্য বাংলাদেশ হকি ফেডারেশন ১৫ জুন থেকে এশিয়ান গেমস সামনে রেখে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাসিক ক্যাম্প শুরু করে। যা ২৫ জুন পর্যন্ত চলমান ছিল। এরপর ২৬ জুন থেকে ১ জুলাই খেলোয়াড়রা পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ছুটি কাটিয়ে তারা ২ জুলাই ফের ক্যাম্পে যোগ দিচ্ছেন।

Rent for add