• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন কামাল

ক্রীড়াক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় মো. রফিকুল ইসলাম কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেতে যাচ্ছেন। তিনি ২০২২ সালের জন্য মনোনীত হয়েছেন।

২০২১ ও ২০২২ সালে ১০ জন করে ক্রীড়াবিদ ও ক্রীড়াব্যক্তিত্ব এই পুরস্কার পেতে যাচ্ছেন। ২০ জনের চূড়ান্ত তালিকা রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জাতীয় পুরস্কারের জন্য গঠিত মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদনের পরেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

উল্লেখ্য দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ১৯৭৬ সাল থেকে জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা হয়। ওই বছর আটজনকে দেওয়া হয়েছিল ক্রীড়া পুরস্কার। ছয় বছর নিয়মিত দেওয়ার পর ১৯৮২ সালে বন্ধ হয়ে যায় জাতীয় ক্রীড়া পুরস্কার। এরপর ১৯৯৬ সালে আবার শুরু হয় পুরস্কার প্রদান। ২০২০ সাল পর্যন্ত ৩১৪ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক পান এই পুরস্কার। পুরস্কার পাওয়াদের একটি করে স্বর্ণপদক, সনদপত্র, নগদ এক লাখ টাকা ও একটি ব্লেজার দেওয়া হয়।

Rent for add