• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

রাজশাহীতে হকি লিগ শুরু

রাজশাহীতে শহীদ এ এইচ এম কামরুজ্জামান স্মৃতি প্রথম বিভাগ হকি লিগ মাঠে গড়িয়েছে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই লিগে স্থানীয় ১২টি দল অংশ নিচ্ছে।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ‘ক’ গ্রুপে হিরোজ স্পোর্টিং ক্লাব, জাগ্রত সংঘ, যষ্টিতলা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ, কাজিহাটা স্পোর্টিং ক্লাব, প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র এবং ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ‘খ’ গ্রুপে রয়েছে বৈকালী সংঘ, নর্থ বেঙ্গল স্পোর্টিং ক্লাব, সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব, উপশহর স্পোর্টিং ক্লাব, কসমস স্পোর্টিং ক্লাব ও রবিউদ্দিন স্মৃতি সংঘ।

গ্রুপ পর্বের খেলা শেষে উভয় গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে সুপার লিগ মাঠে গড়াবে। গ্রুপ পর্ব ও সুপার লিগের খেলাগুলো রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে ২৪ জুন উদ্বোধনী ম্যাচে বৈকালী সংঘ ১০-০ গোলে রবিউদ্দিন স্মৃতি সংঘকে পরাজিত করে।

 

 

Rent for add