• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

সাঈদকে সম্পাদক করেই ঐক্যমতের প্যানেল হচ্ছে

বাংলাদেশ হকি ফেডারেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদকে সাধারণ সম্পাদক করেই বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদখ্যাত ফোরাম এবং ঢাকাই লিগের শীর্ষ ক্লাবগুলো হকির স্বার্থে একটি ঐক্যমতের একক প্যানেল গঠনের সমঝোতায় পৌঁছেছে।

তবে একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে ফেডারেশনের ২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে ফোরাম ১১টি পদ দাবী করেছে। অবশিষ্ট ১৭টি পদ এনএসসি ও সংস্থা এবং ক্লাবগুলোকে ছেড়ে দিতে চেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ ফোরাম নেতা হকিবাংলাদেশ.কম-কে বলেন, ৫টি সহসভাপতি পদের মধ্যে আমরা ১টি পদ চেয়েছি। যুগ্মসম্পাদক কিংবা কোষাধ্যক্ষ এ দুটোর যে কোনো একটি এবং ৯টি সদস্য পদ চাওয়া হবে। অপরদিকে শীর্ষ ক্লাবগুলো যুগ্মসম্পাদক কিংবা কোষাধ্যক্ষ কোনোটাই ছাড়তে নারাজ।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনে আজ (৫ মে) সোমবার হকি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ ও তার ঘনিষ্ঠজন উষা ক্রীড়া চক্রের আব্দুর রশিদ সিকদার, আবাহনী লিমিটেডের জাকি আহমেদ, সাবেক দুই তারকা খেলোয়াড় মাহবুবুল এহসান রানা ও আরিফুল হক প্রিন্স ফোরামের মহাসচিব আশিকুর রহমান মিকু ও উপমহাসচিব এম বি সাইফের সঙ্গে বৈঠকে বসেন ।

সূত্র আরো জানায়, ফোরাম এবং সাঈদ উভয় প্যানেল আসন্ন হকি ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে একটি অলিখিত সমঝোতায় পৌছেছেন। এ ক্ষেত্রে কোনো রকম সংকট তৈরি বা নতুন মেরুকরণ না হলে জেলা-বিভাগ-ক্লাব মিলেই ঐক্যমতের একক প্যানেলই হতে চলছে। ফলে ভোটাভুটির আর প্রয়োজন পড়ছে না। এবারের হকি ফেডারেশনের নির্বাচনে মোট কাউন্সিলর সংখ্যা ৮৬ জন। এর মধ্যে ফোরামের ভোট ৪১টি।

বৈঠক শেষে ফোরাম মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, আমরা হকির স্বার্থে একটি ঐক্যমতের প্যানেলের সিদ্ধান্ত নিয়েছি। হকি নিয়ে যারা কাজ করেন তাদের নিয়েই কমিটি গঠন হবে। ৭ জুন মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ১১ জুন দুই পক্ষের সম্মিলিতে একটি প্যানেলই জমা দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে আজ জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলরের উপর আপত্তির শুনানি করেছে। আপত্তির কোনটিই গ্রাহ্য হয়নি। ফলে প্রকাশিত খসড়া তালিকাই চূড়ান্ত রূপ নিচ্ছে। কাউন্সিলরশিপ বঞ্চিত অনেকে হয়তো বা আইনি পদক্ষেপের দিকে হাঁটছেন বলে শোনা গেছে।

 

Rent for add