• ঢাকা, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

উদীয়মান তারকাকে পুরস্কৃত করলেন রশিদ সিকদার

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে চমৎকার ক্রীড়া নৈপুন্যে দেখিয়ে উদীয়মান সেরা গোলকিপার হিসেবে পুরস্কার পেয়েছেন মালয়েশিয়ার গোলকিপার মোহাম্মদ রাফাইজুল। তাকে ওমানের সালালাহে এশিয়ান হকি ফেডারশনের পক্ষ থেকে পুরস্কৃত করেন বাংলাদেশ হকি ফেডারশনের অন্যতম সহসভাপতি ও এশিয়ান হকি ফেডারেশনের বারবার নির্বাচিত কার্যকরী সদস্য আব্দুর রশিদ শিকদার।

এদিকে এই টুর্নামেন্টে পাকিস্তানের তিন খেলোয়াড় অসাধারণ ক্রীড়াশৈলী দেখিয়ে যথাক্রমে সেরা খেলোয়াড় হয়েছেন আব্দুল হান্নান শহীদ, উদীয়মান সেরা খেলোয়াড় হয়েছেন এহতেশাম আসলাম ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আব্দুল রেহমান। তবে সেরা গোলকিপার হয়েছেন ভারতের শশী কুমার মোহিত।

উল্লেখ্য ফাইনালে ভারত ২-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। এর ফলে রানার্সআপ হয়েছে পাকিস্তান। এছাড়া স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া তৃতীয়, মালয়েশিয়া চতুর্থ, জাপান পঞ্চম, বাংলাদেশ ষষ্ঠ, স্বাগতিক ওমান সপ্তম, থাইল্যান্ড অষ্টম, উজবেকিস্তান নবম এবং চাইনিজ তাইপে দশম হয়েছে।

২৩ মে থেকে ১ জুন ১০ জাতির এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান এবং ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে প্রতিদ্বন্দ্বিতা করে।

তবে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে চারটি দল কোয়ালিফাই করেছে। দলগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

 

 

Rent for add