• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ-জাপান আজ মুখোমুখি

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে আজ (১ জুন) বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপান একে অপরের মুখোমুখি হচ্ছে। ওমানের সালালাহে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে স্বাগতিক ওমানকে পরাজিত করে। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ১-৫ গোলে হেরে যায়। তৃতীয় ম্যাচে ৩-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে জয়ে ফেরে। গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ১-৩ গোলে পরাজিত হয়।

এরপর বাংলাদেশ পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে ৪-১ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে।

এদিকে আজ একই দিনে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া তৃতীয়-চতুর্থ স্থান, স্বাগতিক ওমান ও থাইল্যান্ড সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে এবং শিরোপা লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে।

উল্লেখ্য উল্লেখ্য ১০ জাতির এ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান এবং ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে প্রতিদ্বন্দ্বিতা করে।

Rent for add