• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের কাছে পাত্তা পেল না থাইল্যান্ড

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে (পঞ্চম থেকে অষ্টম) আজ (৩০ মে) মঙ্গলবার জাপান ৮-০ গোলে স্বাগতিক ওমানকে এবং বাংলাদেশ ৪-১ গোলে থাইল্যান্ডকে পরাজিত করেছে। এর ফলে আগামী ১ জুন পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য বাংলাদেশ ও জাপান একে অপরের মোকাবেলা করবে।

ওমানের সালালাহে বাংলাদেশ শুরু থেকেই প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্বক হয়ে খেলার চেষ্টা করে। ফলশ্রুতিতে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায়। তবে বিরতি থেকে ফিরে থাইল্যান্ড গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলে লাল-সবুজের দল কিছুটা রক্ষণাত্বক হয়ে পড়ে। যে কারণে গোলের সংখ্যা খুব একটা বাড়েনি।

বাংলাদেশ শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের হয়ে গোল করেছেন মোহাম্মদ তাসিন আলী, আমিরুল ইসলাম, রামিম হোসেন ও রকিবুল হাসান রকি। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ তাসিন আলী।

তবে ওমানের মাসকাটে গত জানুয়ারি মাসে এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশ অবশ্য ৩-০ গোলে হারিয়েছিল থাইল্যান্ডকে।

উল্লেখ্য আগামীকাল (৩১ মে) বুধবার নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচের পাশাপাশি দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Rent for add