নিজস্ব প্রতিবেদক : ৩০ মে ২০২৩, মঙ্গলবার, ১৫:১৫:৩৭
জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের স্থান নির্ধারণী (৫ম থেকে ৮ম) ম্যাচে আজ (৩০ মে) মঙ্গলবার স্বাগতিক ওমান ও জাপান এবং বাংলাদেশ ও থাইল্যান্ড একে অপরের মুখোমুখি হচ্ছে। ম্যাচ দুটি ওমানের সালালাহে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জয় পেলে পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য ওমান ও জাপানের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে মোকাবেলা করবে। তবে হেরে গেলে সপ্তম-অষ্টম স্থানের জন্য লড়বে।
উল্লেখ্য এএইচএফ কাপজয়ী বাংলাদেশ গত জানুয়ারি মাসে মাসকাটে এএইচএফ কাপের সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছিল থাইল্যান্ডকে। কাজেই থাইদের সঙ্গে আজ ফেবারিট হিসেবেই মাঠে নামবেন অধিনায়ক প্রিন্স লাল সামন্তের দল।
এদিকে টুর্নামেন্টের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান এবং ‘বি’ গ্রুপ থেকে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া সেমিফাইনালে উঠেছে।
Rent for add