• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

পারলো না বাংলাদেশ

এশিয়ান হকির অন্যতম শক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলেই জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনাল আর স্বপ্নের বিশ্বকাপ হাতছানি- এমন এক সমীকরণের ম্যাচ দিয়ে ওমানের সালালাহে আজ (২৮ মে) রোববার কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ৩-১ গোলে হেরে বাংলাদেশ সেই স্বপ্ন পূরণ করতে পারেনি।

এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে পরাজিত হয়। তবে তৃতীয় ম্যাচে এসে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে স্বপ্নের সেমিফাইনাল ও বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখে। কিন্তু গ্রুপের চতুর্থ তথা শেষে ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরে সব সম্ভাবনা ভেস্তে গেছে। এর ফলে আগামী ৩০ মে স্থান নির্ধারণী পঞ্চম ও ষষ্ঠস্থানের দখলের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তবে কাঙ্খিত জয়ের লক্ষে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শক্তি-সামর্থ্যের সবটুকু উজার করে লড়েছেন লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা। প্রথম দুই কোয়ার্টার শক্তিশালী কোরিয়ার সঙ্গে তুলনামূলকভাবে দুর্দান্ত খেলেছেন প্রিন্স, আবেদ, রাহিদ, রকি, জয়রা। তবে এ ম্যাচে বিশেষ নজর কেড়েছেন বাংলাদেশের গোলরক্ষক নয়ন। তিনি কোরিয়ার বেশ কিছু গোলের সুযোগ রুখে দিয়ে সম্ভাব্য গোল থেকে দলকে রক্ষা করেছেন।

দক্ষিণ কোরিয়া প্রথমার্ধে ১-০ গোলে লিড নিলে বিরতি থেকে ফিরে বাংলাদেশ গোল পরিশোধে মরিয়া হয়ে লড়ছিল। কিন্তু প্রতিপক্ষের কৌশলের কাছে ততটা কুলিয়ে উঠতে পারেনি। এর মধ্যে দলের বেশকিছু খেলোয়াড়ের ইনজুরি দলকে ভীষণ ভুগিয়েছে। ফলে দ্বিতীয়ার্ধে কোরিয়া আরো দু’ গোল আদায় করে নেয় এবং ৩-০ গোলে এগিয়ে যায়। তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে রাকিবুল হাসান রকি একটি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন। শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

Rent for add