• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কোরিয়ার বিপক্ষে খেলতে পারেন সামিন

ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠা বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দলের রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় মেহরাব হাসান সামিন আগামীকাল (২৮ মে) রোববার জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে পারেন- এমনটাই তথ্য জানিয়েছেন ওমান থেকে বাংলাদেশ দলের টিম লিডার মাহবুবুল এহসান রানা।

মাহবুবুল এহসান রানা আজ (২৭ মে) শনিবার বিকেলে হকিবাংলাদেশ.কম-কে মুঠোফোনে বলেন, সামিন এখন আগের চেয়ে অনেক সুস্থ। সবশেষ আজকে বেশকিছু টেস্ট করা হয়েছে। সেখানে সামিনের তেমন কিছু ধরা পড়েনি। প্লাটিলেটে উন্নতি ঘটেছে। শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু ডেঙ্গু জ্বরের ধকল কাটিয়ে উঠতে পারেননি। শারীরিকভাবে খানিকটা দুর্বল।

এক প্রশ্নে মাহবুবুল এহসান রানা বলেন, সামিন গতকাল (২৬ মে) শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে মাঠে খেলতে চেয়েছিল। আমরা তাকে নামাইনি। তাকে বিশ্রামে রেখে তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার খেলার সম্ভাবনা রয়েছে। টিম ম্যানেজমেন্ট আশা করছে সামিনকে খেলানো সম্ভব। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সবকিছু হবে।

উল্লেখ্য স্বাগতিক ওমানের বিপক্ষে সামিন খেলার পর ২৪ মে বিকেলে হঠাৎ প্রচণ্ড জ্বর উঠলে সালালাহের স্থানীয় এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে বেশকিছু টেস্টের পর তার ডেঙ্গু জ্বর নিশ্চিত হয়। ওই দিন রাতেই হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে ডাক্তারের পরামর্শে হোটেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে থাকা অবস্থায় সামিন সম্ভবত ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে ওমান এসেছিলেন এবং এখানে এসে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।

Rent for add