নিজস্ব প্রতিবেদক : ২৩ মে ২০২৩, মঙ্গলবার, ২২:৪৯:১৪
ওমানের সালালাহে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট আজ মঙ্গলবার (২৩ মে) থেকে শুরু হয়েছে। ১০ জাতির এ আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান এবং ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে আজ ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত ৩টি ম্যাচ শেষ হয়েছে। দিনের প্রথম ম্যাচে জাপান ৭-১ গোলে থাইল্যান্ডকে, দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ১৫-১ গোলে চাইনিজ তাইপেকে এবং তৃতীয় ম্যাচে মালয়েশিয়া ৮-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করেছে। তবে বাংলাদেশ সময় রাত ১০টায় চতুর্থ ম্যাচে বাংলাদেশ ও স্বাগতিক ওমান মোকাবেলা করবে।
এদিকে সন্ধ্যায় অনুষ্ঠিত মালয়েশিয়া ও উজবেকিস্তানের মধ্যকার ম্যাচের সেরা খেলোয়াড় মালয়েশিয়ার লিয়াউ আলফারিকোকে পুরস্কৃত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি ও এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ সিকদার।
উল্লেখ্য ২৩ মে থেকে ১ জুন অনুষ্ঠানরত এ টুর্নামেন্ট থেকে সেরা চার দলের বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। ফলে প্রতিটি দলের জন্যই এ আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Rent for add