নিজস্ব প্রতিবেদক : ২১ মে ২০২৩, রবিবার, ১৯:৩৩:৪৮
জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছাতে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় জুনিয়র দল ওমানের সালালাহে সকাল-বিকেল বিশেষ অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন।
এ টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল। কারণ এই সেমিফাইনালে পৌঁছুতে পারলেই লাল-সবুজের দেশ পৌঁছে যাবে স্বপ্নের জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে।
স্বপ্ন পূরণের লক্ষে দেশে দীর্ঘদিন আবাসিক ক্যাম্প শেষে জুনিয়র দল ভারতে ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করে। এরপর গত বৃহস্পতিবার তারা ওমানে পৌঁছেই আবার অনুশীলনে নেমে পড়েন। এর মধ্যে দলটি ভারতের সঙ্গে ১৫ মিনিটের একটি অনুশীলন ম্যাচও খেলেছে ওমানে। বাংলাদেশ দল এখন শেষ মুহূর্তের ভুলত্রুটি শোধরাতে ব্যস্ত সময় পার করছেন।
আগামী ২৩ মে থেকে ওমানের সালালাহে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে। আর মাত্র একদিন পরেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ১০ জাতির এই আসরে অংশ নিতে দলগুলো ইতোমধ্যে ওমান পৌঁছেছে।
বাংলাদেশ জাতীয় জুনিয়র দলের সহকারী কোচ হেদায়তুল ইসলাম খান রাজীব হকিবাংলাদেশ.কম-কে বলেন, আজ রোববার সালালাহে সকালে প্রায় ২ ঘন্টার মতো খেলোয়াড়রা অনুশীলন করেছেন। বিকেলেও হালকা অনুশীলনে ছিলেন খেলোয়াড়রা। এক প্রশ্নে তিনি বলেন, দলের সবাই সুস্থ রয়েছেন। আসন্ন জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ভাল করার প্রত্যয়ে সবাই মুখিয়ে আছেন।
উল্লেখ্য ১০ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমানের মোকাবেলা করবে। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।
জুনিয়র এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ২৩ মে স্বাগতিক ওমান, ২৫ মে মালয়েশিয়া, ২৬ মে উজবেকিস্তান এবং ২৮ মে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মোকাবেলা করবে।
Rent for add