• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ওমানে বাংলাদেশ জুনিয়র দলের অনুশীলন শুরু

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় দল এখন ওমানে অবস্থান করছে। আগামী ২৩ মে থেকে ১ জুন সালালাহ শহরে এই আসর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে গত বৃহস্পতিবার ওমান পৌঁছায়। এরপর ২৪ ঘন্টারও কম সময় বিশ্রাম নিয়ে আজ শুক্রবার প্র্যাকটিসে নেমে পড়েন।

ওমানের সালালাহে থেকে দলের ম্যানেজার হাজী মোহাম্মদ হুমায়ুন হকিবাংলাদেশ.কম-কে মুঠোফোনে বলেন, আজ দুপুরে স্থানীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশ দল প্র্যাকটিসে করেছে। এক প্রশ্নে তিনি বলেন, দলের সবাই বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগে তারা শেষ মুহূর্তের ভুলক্রুটিগুলো শুধরিয়ে নিচ্ছেন।

অপর এক প্রশ্নে হাজী মোহাম্মদ হুমায়ুন বলেন, ঢাকা থেকে প্রতিনিয়তই ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ দলের সবার খোঁজখবর নিচ্ছেন। তিনি আরো জানান, হোটেল থেকে টুর্নামেন্ট ভেন্যুর দূরত্ব খুব বেশি নয়। মাত্র পনের মিনিটের পথ। আগামীকাল শনিবারও প্র্যাকটিস সিডিউল রয়েছে। এছাড়া সালালাহে একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে বাংলাদেশ।

উল্লেখ্য ১০ জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমানের মোকাবেলা করবে। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।

জুনিয়র এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ২৩ মে স্বাগতিক ওমান, ২৫ মে মালয়েশিয়া, ২৬ মে উজবেকিস্তান এবং ২৮ মে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মোকাবেলা করবে।

 

Rent for add