• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ভারতে কন্ডিশনিং ক্যাম্পে দারুণ ছন্দে জুনিয়র দল

আসন্ন জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে ভারতে কন্ডিশনিং ক্যাম্পে দারুণ ছন্দে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় জুনিয়র দল। প্রতিনিয়ত দলটি কঠোর অনুশীলন ও প্রশিক্ষণ আর প্রস্তুতিমূলক ম্যাচের মধ্য দিয়ে ওমানের ওই টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন।

ওমানের সালালাহে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল। বাংলাদেশ দলটি গত মার্চ থেকেই আবাসিক ক্যাম্পে রয়েছে। এএইচএফ কাপজয়ী বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারলেই স্বপ্নের জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে জায়গা করে নেবে। তাই কাঙ্খিত গন্তব্যে পৌঁছুতে চেষ্টা করছেন সবাই।

ভারতে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি এ পর্যন্ত হরিয়ানাতে ৬টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশ ৪টি জয় পেয়েছে। এদিকে জলন্ধরে ৪টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনায় সেখানে আর যাওয়া হচ্ছে না। ফলে হরিয়ানাতেই আরো ৪টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে।

ভারতের হরিয়ানা প্রদেশের নারওয়ানে প্রস্তুতি ক্যাম্পের সব ধরনের প্রস্তুতি সেরে সেখান থেকে ওমানের বিমানে চড়বেন লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২৩ মে থেকে ১ জুন ওমানের সালালাহে অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট।

জুনিয়র দল ২৭ এপ্রিল ঢাকা ছেড়ে আসার পর ২৮ এপ্রিল থেকে মাঠের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দুদিন অনুশীলন করার পর ১ মে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ ছিল হরিয়ানার ভগত সিং হকি ক্লাবের বিপক্ষে। ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ জুনিয়র হকি দল।

২ মে একই দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ খেলে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে সমতায় থাকাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলের ব্যবধানে জেতে বাংলাদেশ।

৪ মে হরিয়ানার কুরুক্ষেত্র একাদশের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটি ৭-৩ গোলের ব্যবধানে পরাজিত হয় মামুন উর রশিদের শিষ্যরা।

৫ মে চতুর্থ প্রস্তুতিমূলক ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল কুরুক্ষেত্র স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া ট্রেনিং সেন্টার। ম্যাচটি ৪-১ গোলের ব্যবধানে জেতে বাংলাদেশ।

এরপর ৭ ও ৮ মে টানা দুই ম্যাচ খেলে সফরকারীরা। দুটি ম্যাচই হরিয়ানা অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ছিল। প্রথমটি ৩-১ গোল ব্যবধানে এবং হরিয়ানা অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ৬-২ গোলের ব্যবধানে জেতে বাংলাদেশ।

 

 

Rent for add