নিজস্ব প্রতিবেদক : ৮ মে ২০২৩, সোমবার, ১৯:২৭:৩৪
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে ঢাকা ইয়াং স্টার ক্লাব জয় পেয়েছে।
আজ সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা ২-০ গোলে তেজগাঁও অগ্রগামী ক্লাবকে পরাজিত করে।
খেলার শুরু থেকে তেজগাঁওয়ের উপর আধিপত্যে বিস্তার করে খেলতে থাকে ইয়াং স্টার। ফলে ২ মিনিটে পেনাল্টি কর্নার তুলে নেয় দলটি। দারুণ হিটে লক্ষ্যভেদ করেন ইয়াং স্টারের অধিনায়ক রঞ্জন। তার গোলেই (১-০) এগিয়ে যায় ইয়াং স্টার।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় তেজগাঁও। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টার সমানতালে লড়াই করে দুদল।
তবে খেলার চতুর্থ এবং শেষ কোয়ার্টারে গিয়ে আবারো গোলের আনন্দে মেতে উঠে ইয়াং স্টার। ৫৭ মিনিটে সাবিতের দারুণ এক ফিল্ড গোলে (২-০) জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়াংস্টার।
Rent for add