• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ঐক্যমত প্যানেল তৈরিতে তোড়জোড় শুরু

বাংলাদেশ হকি ফেডারেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকাই লিগের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোর সমন্বয়ে ঐক্যমত পরিষদ নামে একটি প্যানেল তৈরির কাজ জোরেশোরে শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সার্ভিসেস সংস্থা, জেলা ও বিভাগকে এ প্যানেলে সম্পৃক্ত করতে তোড়জোর চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে নীতি নির্ধারকদের পরামর্শ নিয়ে শীর্ষ ক্লাবগুলো সমঝোতার মাধ্যমে একটি একক প্যানেল করার চেষ্টা করছে।

বিশেষ করে গত ১৩ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে হকি ফেডারেশনের নির্বাচনী কার্যক্রম শুরু করার পরপরই আসন্ন নির্বাচনকে ঘিরে শীর্ষ ক্লাবগুলোর দৌঁড়ঝাপ শুরু হয়েছে। শুধু তাই নয়, ক্লাবগুলো নিজেদের ঐক্য ধরে রেখে বিভিন্ন সার্ভিসেস সংস্থা, জেলা ও বিভাগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

এ মুহূর্তে হকি ফেডারেশনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করলেও ২০১৯ সালের মতো এবার জমজমাট নির্বাচন হচ্ছে না- এটা এক রকম নিশ্চিত। বিশেষ করে উত্তর ও দক্ষিণ পাড়ার শীর্ষ ক্লাবগুলোর সাধারণ সম্পাদক পদে একাধিক পছন্দের প্রার্থী না থাকায় জমজমাট নির্বাচনের সম্ভাবনা নেই।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে সাধারণ সম্পাদক পদে শীর্ষ ক্লাবগুলোর প্রথম পছন্দ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান হকি ফেডারেশনের সহসভাপতি এ কে এম মমিনুল হক সাঈদ। হকি উন্নয়নে তার অবদানের কথা বিবেচনায় রেখে শীর্ষ ক্লাবগুলো অন্য কাউকে নতুন করে এ পদে আনতে আগ্রহী নয়। ফলে আরেকটি মেয়াদে এ কে এম মমিনুল হক সাঈদের উপরই আস্থা রাখতে চাইছেন সবাই।

আগামী ৫ মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। সেই সঙ্গে ভেবে চিন্তে একক প্যানেল গঠনের কাজও এগিয়ে চলছে। ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে কে কে বা কারা আসছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে অনেক সম্ভাব্য প্রার্থীদের নাম বিবেচনায় রয়েছে। আসন্ন নির্বাচনে শুধু মাত্র সাধারণ সম্পাদকের নামটাই আগে চলে এসেছে।

একাধিক সূত্রে জানা গেছে ঈদ উল ফিতরের পরপরই তিন সদস্যের নির্বাচন কমিশন সভায় বসতে যাচ্ছেন। সেই সভাতেই আসন্ন নির্বাচনের দিনক্ষণ ঠিক করবেন। সবধরনের প্রক্রিয়া শেষে মে মাসের শেষ দিকে নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে তার আগেই হকি ফেডারেশনের সম্ভাব্য কমিটির একটি রূপরেখা তৈরি হয়ে যাবে তা সহজেই অনুমেয়।

একাধিক সূত্র জানায় আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মেরিনার ইয়াংস ক্লাব ও উষা ক্রীড়া চক্র এমন শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোর সমন্বয়েই হকি ফেডারেশনের আসন্ন নির্বাচনে একটি ঐক্যমতের প্যানেল গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Rent for add