• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ারে ফিরলো ঊষা

এক ম্যাচ হাতে রেখেই প্রথম বিভাগ হকি লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ফিরে আসা নিশ্চিত করেছিল ঊষা ক্রীড়া চক্র। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির শেষ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার।

রোববার সেই ম্যাচেও তারা উড়িয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। মওলানা ভাসানী স্টেডিয়ামে হাবিব হোসেনের ডাবল হ্যাটট্রিকে ঊষা ১১-১ গোলে ম্যাচ জিতে লিগ শেষ করেছে।

এ নিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে টানা দশ ম্যাচের সবগুলোই জিতলো চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র। শেষ ম্যাচে ১১-১ ব্যবধানের জয়ে ডাবল হ্যাটট্রিক করেছেন হাবিব হোসেন। ডাবল হ্যাটট্রিকের মধ্য দিয়ে লিগে সর্বাধিক গোল করার কীর্তিও গড়লেন রাজশাহীর এই খেলোয়াড়। এবারের লিগে ১০ ম্যাচের ১০টি মাঠে নেমে ১৯টি গোল করেছেন তিনি।

শেষ ম্যাচে ঊষার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ওয়ান্ডারার্স। তৃতীয় মিনিটে হোজাইফার গোলে এগিয়ে যায় ঊষা। এরপরই মওলানা ভাসানী স্টেডিয়ামে স্টিকের যাদু শুরু হয় হাবিবের। ৫, ৭ ও ১৪ মিনিটে গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন হাবিব। ২২ মিনিটে মারজান করেন দলের পঞ্চম গোল। ৩১ মিনিটে নিজের চতুর্থ গোল করেন হাবিব। ৫৪ ও ৫৯ মিনিটে আরও দুই গোল করে নিজের ডাবল হ্যাটট্রিকপূর্ণ করেন তিনি। ইজাজ, সাজ্জাদ ও হাসান রিজভী অন্য গোলগুলো করেছেন। ওয়ান্ডারার্সের একমাত্র গোলটি করেছেন সৈয়দ ইকবাল নাদির প্রিন্স।

১০ খেলার সবগুলো জিতে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই লিগ শেষ করলো প্রিমিয়ারে ফিরে আসা ঊষা। অন্যদিকে ১০ খেলায় ১ জয়, ২ ড্র এবং ৭ হারে ওয়ান্ডারার্সের সংগ্রহ ৫ পয়েন্ট। ৯ নম্বরে থেকে এবারের মতো লিগ শেষ করলো তারা।

Rent for add